Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়

মির্জাপুর, টাঙ্গাইল।

 

মির্জাপুর উপজেলা যুব উন্নয়ন অফিসটি উপজেলা কমপ্লেক্স এর পূর্ব পাশের ভবন এ অবস্থিত। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তরের উপজেলা পর্যায়ের একটি অফিস। অনুৎপাদনশীল যুব সমাজকে উৎপাদনমুখী শক্তিতে রুপান্তরের জন্য দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করে কর্মসংস্থান কিংবা স্বকর্মসংস্থানে নিয়োজিত করা এবং একক ও দলভিত্তিক ঋণ সহায়তা দেওয়ার মাধ্যমে জাতীয় উন্নয়ন কমর্কান্ডে বেকার যুবদের সম্পৃক্ত করাই যুব উন্নয়ন অধিদপ্তর ও উপজেলা কার্যালয়ের ভিশন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, বেকার যুবকদের দক্ষতা মূলক প্রশিক্ষনদান এবং আত্ম-কর্মসংস্থান এর লক্ষ্যে যুব ঋণ কর্মসূচী, নেট ওয়ার্কিং জোরদার করন শীর্ষক কর্মসূচী ও আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ জোরদার করন শীর্ষক কর্মসূচী বাস্তবায়ন করে আসছে।   

যুব ঋনের প্রাথমিক আবেদন    যুব ঋন পাওয়ার প্রাথমিক যোগ্যতা ১। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষন প্রাপ্ত হতে হবে। ২। প্রশিক্ষন এর পর ঐ বিষয়ে প্রকল্প গ্রহন করতে হবে। ৩। প্রকল্পটি লাভ জনক হতে হবে । ৪।  প্রকল্পটিকে পেশা হিসেবে নিতে হবে। ৫। একজন জামিনদার থাকতে হবে (নিকট আত্নীয়) যার নিজের নামে জমি আছে (জমির বাজার মুল্য আবেদনে উল্লেখিত ঋন অর্থের কমপক্ষে দ্বিগুন ) অথবা সরকারী / আধাসরকারী প্রতিষ্টানে চাকুরিরত। ৬। সরকারী ঋন অনুদান নয়, তা যথা সময়ে পরিশোধ করার মানসিকতা থাকতে হবে।  প্রাথমিক বাছাইয়ে বিবেচিত হলে আপনাকে যা করতে হবে -   ১। সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জামিনদারের সহ (গেজেটেড কর্মকর্তা হতে) । ২। নাগরিকত্ব সনদের সত্যায়িত ফটোকপি।  ৩। জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি।  ৪। প্রশিক্ষন সনদের মুল কপি। ৫। জামিনদার এর জমির মূল দলিল , খতিয়ান এবং খাজনা রশিদ সহ আনতে হবে। ৬।মূল ঋন ফরম ১০(দশ) টাকার  বিনিময়ে সংগ্রহ করতে হবে এবং তাৎক্ষনিক পূরণ করে জমা দিতে হবে এজন্য জামিনদার সহ আসতে হবে।     *বাছাইয়ে যোগ্য বিবেচিত না হলে আপনাকে তাৎক্ষনিক / ফোনে জানিয়ে দেওয়া হবে।     বিস্তারিত জানতে - 01712706614,  01718363839 উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় মির্জাপুর, টাঙ্গাইল।